সংগঠনের বিস্তারিত

সংগঠনের নাম :

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন

স্লোগানঃ

“নিঃস্বার্থে সেবা করি, পথশিশু মূক্ত অদম্য বাংলাদেশ গড়ি”

 

প্রতিষ্ঠাতাঃ

 

 

 

 

 

 

 

 

 

নাজমুল হাসান রাসেল

প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন

 

পড়াশোনাঃ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

বর্তমান ঠিকানাঃ বসুন্ধারা আবাসিক এলাকা, ঢাকা

স্থায়ী ঠিকানাঃ বরুড়া, কুমিল্লা

মোবাইলঃ ০১৮৫৯০৪০৬৭৩

Facebook: https://www.facebook.com/NazmulHR55

(NAZMUL Hasan rasel)

Linkedin/NAZMUL Hasan Rasel

Email: nazmulhasanrasel4@gmail.com

 

 

প্রতিষ্ঠার সালঃ

২৭-০৪-২০১৭ইং

 

সংগঠনের সূচনাঃ

সময়টা ছিল ২০১৭ সালের ২৭ এপ্রিল নাজমুল হাসান রাসেল এর জন্মদিন। সেদিন নাজমুল বন্ধুদের সাথে কোন পার্টি না করে ছুটে এসেছিলেন কুমিল্লা রেলওয়ে স্টেশনে। সুবিধাবঞ্চিত শিশুদের একসাথে জড়ো করে তাদের সাথে কেক কেটে খাবার বিতরণ করেন। তারপর থেকে মাঝে মাঝে টিফিনের টাকা জমিয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশনে খাবার নিয়ে ছুটে আসতেন সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল। পথশিশুদের সাথে খেলাধুলা গল্প করে মুগ্ধতায় সময় পার করতেন, তার খুব ভালো লাগতো। আর তখনই তার নজরে আসে পথশিশুরা শিক্ষার অভাবে প্রতারিত হচ্ছে তার চিত্রটি। ভেতরটায় নাড়া খান তরুণ স্বেচ্ছাসেবী নাজমুলের। তার বুঝতে সময় লাগেনি এই শিশুরা বর্ণমালা থেকে অনেক দূরে। নিরক্ষরতার অন্ধকার জগত তাদের সামনে হাতছানি দিচ্ছে। তখনই মনে মনে স্থির করে নেন এই শিশুদের জন্য কিছু করতে হবে। ভাবনাটাকে তখনই কাজে লাগাতে পথে নামেন তিনি, প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন।

স্বেচ্ছাসেবী নাজমুল বলেন, অর্থবিত্ত কত মানুষই আছে তাদের কজনই বা সমাজের কল্যাণ মুখী কাজ করে থাকেন। কত রাত শুধুই শিশুদের জন্য কিছু করার ভাবনা জেগে জেগে কেটে গেছে আমার।


ভাবনায় আর সময় নষ্ট করতে চাইলেন না তিনি। কাঁধে ব্যাগ ঝুলিয়ে পথে নামলেন। প্রতি বৃহস্পতিবার তার কলেজের ক্লাস শেষ করে আদর্শলিপি কিনতেন এবং শুক্রবার কলেজ বন্ধের দিনে বিভিন্ন রেলওয়ে স্টেশন ও বস্তিতে গিয়ে শিশুদের মধ্যে আদর্শ লিপি ও খাবার বিতরণ করতেন। সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রাসেল এই কার্যক্রম গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে তার কার্যক্রম গুলো তরুণ সমাজকে বেশ প্রভাবিত করে। প্রতিদিনই কেউ না কেউ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার কাজ করতে আগ্রহ প্রকাশ করতো। শুরুতে একাই কাজ করে যাওয়ার মনস্থির করলেও পরে আস্তে আস্তে যখন প্রতিদিনই সদস্য হওয়ার জন্য কেউ যোগাযোগ করতো তখন তিনি ভাবলেন সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। এরপর থেকে যারাই স্বেচ্ছাসেবী হওয়ার ইচ্ছে পোষণ করতো তাদেরকেই সংগঠনে যুক্ত করে নিতেন।

তার কিছুদিন পর রমজান চলকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রকম স্ট্যাটাস দেয় সংগঠনের উদ্যোগতা নাজমুল। কিছু স্বেচ্ছাসেবী ভাই-বোনদের সাড়া মিলে মানবতার। স্বেচ্ছাসেবী ভাই-বোনদের আর্থিক সহযোগিতা ও শ্রমকে একত্রে কাজে লাগিয়ে রমজান মাসে ১০০ জনের সাথে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ইফতার বিতরণ ও ১৫০ জনকে ঈদ বস্ত্র বিতরণের মধ্য দিয়ে সংগঠনের পুরোপুরি কার্যক্রম শুরু হয়।

অদম্য স্বেচ্ছাসেবী নাজমুল জানান, বই ও খাবার বিতরণ করতে গিয়ে মনে হলো শিশুদের কোথাও ঝড়ো করে বর্ণমালার সাথে পরিচিত করানো দরকার। সংগঠনের সদস্যদের সহযোগিতা নিয়ে কুমিল্লা রেইসকোর্স রেললাইনের পাশে অদম্য স্কুল নামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খোলা আকাশের নিচে পাঠশালা গড়ে তোলেন। নিজেই শিশুদের অক্ষর এর সাথে পরিচিত করাতে নামেন শিক্ষকের ভুমিকায়। এতে সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন। কিন্তু নিয়মিত তার বাসা থেকে গিয়ে পাঠদান করাতে যাতায়াত খরচ আসে তো তা দিয়ে কুলিয়ে উঠতে প্রতিনিয়ত হিমশিম খেতো নাজমুল। বাসা থেকে দেওয়া টিফিনের অর্ধেক টাকা না খেয়ে জমিয়ে রাখতেন সংগঠনের জন্য।

অদম্য স্বেচ্ছাসেবী নাজমুল বলেন, সুবিধা প্রাপ্ত শিশুদের অভিভাবকরা তিন বছর বয়সেই তাদের সন্তানদের হাতে নতুন বই তুলে দেন। উন্নত স্কুলে ভর্তি করেন, গৃহশিক্ষক রেখে পড়ান। কিন্তু এই সুবিধা বঞ্চিত পথশিশুরা তার কোন কিছুই পায় না। আমার লক্ষ্য হচ্ছে এসকল শিশুদের কাছে পৌঁছানো। মাইলের পর মাইল পায়ে হেঁটে, গাড়িতে করে সুবিধা বঞ্চিত পথশিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তবে আমার তো এতো সামর্থ নেই যদি মাননীয় প্রধানমন্ত্রী, সরকার বা কোন প্রতিষ্ঠান যদি আমাদের অদম্য স্কুল গুলো পরিচালনায় সহযোগিতা করে তবেই আমার চেষ্টা, শ্রম ও পথচলা সফল হবে বলে মনে করি।
সাড়া দেশে অদম্য স্কুল, অদম্য শিশু স্বাস্থ্য ও পূর্নবাসন কেন্দ্র গড়ে তোলা দীর্ঘ দিনের স্বপ্ন আমার।



সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রমঃ

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ১১টি সেক্টরে কাজ করে যাচ্ছে, যেমন করে ১১টি সেক্টরে ভাগ হয়ে আমাদের দেশ কে স্বাধীন করার জন্য কাজ করা হয়েছিলো। আমরা মূল ফোকাস দিয়েছি সুবিধা বঞ্চিত পথশিশুদের শিক্ষা নিশ্চিত করতে।

এছাড়াও পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর কার্যক্রম সমাজের সকল শ্রেণীর অসহায় মানুষ পর্যন্ত বিস্তৃত। গরিব অসহায় ছাত্রছাত্রীদের শিক্ষার সামগ্রী বিতরণ, সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, ঈদ পোষাক বিতরণ। শীত মৌসুমে শীত বস্ত বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা গাছ বিতরণ। অদম্য ব্লাড ব্যাংক কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, রক্তদাতা তৈরি ও রক্ত সংগ্রহ করে দেওয়া। বিভিন্ন দুর্যোগের সময় ত্রান সামগ্রী বিতরণ। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সচেতনতা মূলক ক্যাম্পিং ও জাতীয় দিবস গুলো উদযাপন সহ বিভিন্ন সমউপযোগী প্রোগ্রামের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পড়ালেখার মান উন্নয়নের পাশাপাশি তাদের কে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন।

সংগঠনের শাখা ও সদস্য সংখ্যাঃ

এখন পর্যন্ত পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর ৪৯টি জেলায় ৭২ টি শাখা নিয়ে কার্যক্রম চলছে। বিভিন্ন জেলা-উপজেলা মিলিয়ে এখন সংগঠনের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীর সংখ্যা ৮৬০০ এর অধিক।

আমাদের প্রজেক্ট সমূহঃ

১। অদম্য স্কুল

২। অদম্য ব্লাড ব্যাংক

৩। দুই টাকায় শিক্ষা উপকরণ

৪। হাসির খাবার

৫। অদম্য স্বাবলম্বী

অদম্য স্কুলঃ

আমাদের ৮টি জেলায় ১৬টি অদম্য স্কুল, যেখানে নিয়মিত পড়াশোনা করছেন ১১৩৪ জন সুবিধা বঞ্চিত পথশিশু।

#অদম্য স্কুল -০১

স্থানঃ রেইসকোর্স রেল লাইন, কুমিল্লা।

#অদম্য স্কুল-০২

স্থানঃ শাসগাছা রেলওয়ে কলনী, কুমিল্লা।

#অদম্য স্কুল-০৩

স্থানঃ পুরাতন রেল স্টেশন, সিলেট।

#অদম্য স্কুল-০৪

স্থানঃ অক্সিজেন, চট্টগ্রাম।

#অদম্য স্কুল-৫

স্থানঃ টেকনাফ, কক্সবাজার।

#অদম্য স্কুল-০৬

স্থানঃ তেঘরিয়া, চান্দিনা।

#অদম্য স্কুল-০৭

স্থানঃ ছাতিপট্টি, কুমিল্লা।

#অদম্য স্কুল-০৮

স্থানঃ কক্সবাজার সদর।

#অদম্য স্কুল-০৯

স্থানঃ মিরপুর-০২, ঢাকা।

#অদম্য স্কুল-১০

স্থানঃ শ্রীপুর, সুয়াগাজী, কুমিল্লা।

#অদম্য স্কুল-১১

স্থানঃ দেওয়ান হাট, চট্টগ্রাম।

#অদম্য স্কুল-১২

স্থানঃ ভিটাডুবি, নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

#অদম্য স্কুল-১৩

স্থানঃ ফরিদগঞ্জ, চাঁদপুর।

#অদম্য স্কুল-১৪

স্থানঃ খিলগাঁও রেল লাইন, ঢাকা।

#অদম্য স্কুল-১৫

স্থানঃ বিপিন পার্ক, ময়মনসিংহ

#অদম্য স্কুল-১৬

স্থানঃ ত্রিশাল, ময়মনসিংহ

সংগঠন পরিচালনার অর্থের উৎসঃ

আমাদের দেশী বা বিদেশী কোন ডোনার নেই। আমাদের সাথে সম্পৃক্ত অদম্য স্বেচ্ছাসেবীরা তাদের একদিনের টিফিনের টাকা প্রতিমাসে ৫০ টাকা সংগঠনে স্বেচ্ছায় দিয়ে থাকেন এবং আমাদের বিভিন্ন শাখার উপদেষ্টারা বিভিন্ন ইভেন্টে সহযোগিতা করে থাকেন। সদস্য ও উপদেষ্টাদের সহযোগিতা নিয়ে আমরা সংগঠন এবং অদম্য স্কুলগুলো পরিচালনা করে থাকি।

আগামীর পরিকল্পনাঃ

আমাদের আগামীর লক্ষ্য হচ্ছে বাংলাদেশর বিভিন্ন জেলায় বড় বড় রেলওয়ে স্টেশন যেখানে পথশিশু রয়েছে, বিভিন্ন বস্তিতে বসবাস করা যে সকল শিশু পড়াশোনা সাথে সম্পৃক্ত নেই সে সকল যায়গা গুলো চিহৃত করে অদম্য স্কুল গড়ে তোলা। আমাদের আরেকটি বড় লক্ষ রয়েছে স্থায়ী ভাবে অদম্য স্কুল গড়ে তোলা এবং ১টি অদম্য শিশু স্বাস্থ্য ও পূর্ণবাসন কেন্দ্র গড়ে তোলা।


আমাদের সাথে যোগাযোগের মধ্যমঃ

 

ওয়েব সাইটঃ  https://pothoshishukollyanfoundation.org/

ফেইসবুক পেইজঃ

https://www.facebook.com/pothoshishuKollyanFoundation/

ফেইসবুক আইডিঃ

https://www.facebook.com/profile.php?id=100022239586662

ফেইসবুক গ্রুপঃ

https://www.facebook.com/groups/Nhrasel.nh/


পথশিশু কল্যাণ ফাউন্ডেশন

(একটি অলাভজনক, সেচ্ছাসেবী

 সামাজিক সংগঠন)

প্রধান কার্যালয়ঃ কুমিল্লা।

মোবাইলঃ ০১৮৫৯০৪০৬৭৩

 

Name of the organization: Pothoshishu Kollyan Foundation
Slogan: “Serve selflessly, build an Odommo Bangladesh free of street children”
Founder: Nazmul Hasan Rasel
Year of establishment: 27-04-2017
Introduction to the organization:
The time was April 27, 2016, Nazmul Hasan Russell’s birthday. That day Nazmul rushed to Cumilla railway station without any party with his friends. Gathered disadvantaged children together, cut cakes with them and distributed food. From then on, Nazmul, the founder of the organization, used to come to Cumilla railway station with food from time to time to save tiffin money. He used to spend time in fascination with sports stories with street children, he liked it very much. And then it came to his notice that the street children were being deceived by his lack of education. Inside is Nara Khan, a young volunteer. It didn’t take him long to realize that these children were far from the alphabet. The dark world of illiteracy is shaking hands with them. That’s when I decided to do something for these children. He set out to put the idea to use, and founded the voluntary organization Pothoshishu Kollyan Foundation.

Volunteer Nazmul said how many people have money or how many of them work for the welfare of the society. How many nights I just woke up thinking of doing something for the children.
He did not want to waste time thinking. He hung the bag on his shoulder and went down the road. He used to buy standard scripts every Thursday after finishing his college classes and on Fridays when the college was closed he would go to various railway stations and slums and distribute standard scripts and food among the children. Nazmul Hasan Rasel, the founder of the organization, published these activities on social media Facebook and his activities greatly affected the young society. Every day someone would show interest in doing humanitarian work shoulder to shoulder with him. At first he decided to work alone, but later when someone contacted him every day to become a member, he thought he would work with everyone. From then on, he would add those who wanted to volunteer to the organization.

Shortly afterwards, Nazmul, an entrepreneur of the organization, gave various statuses on social media Facebook during Ramadan. The response of some volunteer brothers and sisters to humanity. Using the financial support and labor of the volunteer brothers and sisters, the organization started its activities in the month of Ramadan with the distribution of Iftar at Cumilla Railway Station with 100 people and Eid clothes with 150 people.
Nazmul, an Odommo volunteer, said that while distributing books and food, it seemed that the children needed to be introduced to the alphabet. With the help of the members of the organization, Cumilla Racecourse built an open-air school for disadvantaged children called Odommo School next to the railway line. The role of the teacher is to introduce the children to the characters. The members of the organization came forward. But Nazmul used to go to his house regularly to pay for his travel expenses. He used to save half of the tiffin given from home for the organization without eating it.

Odommo volunteer Nazmul said parents of privileged children handed over new books to their children at the age of three. Admitted to advanced school, leaving tutor to teach. But street children deprived of this benefit get nothing of it. My goal is to reach out to these children. Walking mile after mile, trying to reach disadvantaged street children by car. However, I do not have the ability if the Prime Minister, the government or any institution to cooperate in the management of our Odommo schools, I think my efforts, labor and path will be successful.
It is my long dream to build Odommo schools, Odommo child health and rehabilitation centers in the country.

Goals, objectives and activities of the organization:
The Pothoshishu Kollyan Foundation is working in 11 sectors, just as it was divided into 11 sectors to make our country independent. We have focused on ensuring the education of disadvantaged street children.

Also the activities of Pothoshishu Kollyan Foundation are extended to the helpless people from all sections of the society. Distribution of educational materials to poor and helpless students, distribution of Iftar materials, Eid materials, Eid clothes among the disadvantaged. Distribution of winter material in winter season, tree planting program and distribution of saplings. Free blood group diagnosis, blood donor creation and blood collection by Indomitable Blood Bank. Distribute relief materials during various disasters. The Pothoshishu Kollyan Foundation is constantly working to improve the quality of education of the students as well as to make them ideal citizens through various programs including student reception, awareness camping and celebration of National Days.
Number of branches and members of the organization:
So far, Pothoshishu Kollyan Foundation has been operating with 72 branches in 49 districts. The number of advisors, well-wishers and volunteers of the organization in different districts and upzilas is now more than 8600.

Our projects:
1. Odommo school
2. Odommo blood bank
3. Educational materials for two rupees
4. Laughing food
5. Odommo self-sufficient
Odommo schools of the organization:
There are 16 indomitable schools in our 6 districts, where 1134 disadvantaged street children are studying regularly.

# Odommoe School-01
Venue: Racecourse Rail Line, Cumilla, Bangladesh.
# Odommo School-02
Venue: Shasgachha Railway Colony, Cumilla, Bangladesh.
# Odommo School-03
Location: Old Railway Station, Sylhet, Bangladesh.
# Odommo School-04
Venue: Oxygen, Chittagong, Bangladesh.
# Odommo School-5
Location: Teknaf, Cox’s Bazar, Bangladesh.
# Odommo School-06
Location: Tegharia, Chandina, Bangladesh.
# Odommo School-07
Location: Chhatipatti, Cumilla, Bangladesh.
# Odommo School-08
Location: Cox’s Bazar Sadar, Bangladesh.
# Odommo School-09
Location: Mirpur-02, Dhaka, Bangladesh.
# Odommo School-10
Location: Sreepur, Suyagazi, Comilla, Bangladesh.
# Odommo School-11
Venue: Dewan Hat, Chittagong, Bangladesh.
# Odommo school-12
Location: Vitadubi, Nasirnagar, Brahmanbaria, Bangladesh.
# Odommo school-13
Location: Faridganj, Chandpur, Bangladesh.
# Odommo School-14
Location: Khilgaon Rail Line, Dhaka, Bangladesh.
# Odommo School-15
Location: Bipin Park, Mymensingh, Bangladesh.
# Odommo school-16
Location: Trishal, Mymensingh, Bangladesh.

Source of organization management money:
We have no local or foreign donors. The indomitable volunteers associated with us voluntarily donate their one-day tiffin money to the organization for Rs. 50 per month and our advisors from different branches cooperate in various events. We run organizations and indomitable schools with the help of members and advisors.

Future plans:
Our next goal is to build indomitable schools by marking the big railway stations in different districts of Bangladesh where there are street children, all the children living in different slums who are not involved in education. Our other big goal is to build a permanent indomitable school and 1 indomitable child health and rehabilitation center.
Means of communication:
Website: https://pothoshishukollyanfoundation.org/
Facebook page:

Facebook ID:

Facebook group:

Pothoshishu Kollyan Foundation
(A non-profit, voluntary social organization)
Head Office: Comilla.
Mobile: 01859040673