লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম

লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ১১টি সেক্টরে কাজ করে যাচ্ছে, যেমন করে ১১টি সেক্টরে ভাগ হয়ে আমাদের দেশ কে স্বাধীন করার জন্য কাজ করা হয়েছিলো। আমরা মূল ফোকাস দিয়েছি সুবিধা বঞ্চিত পথশিশুদের শিক্ষা নিশ্চিত করতে।


এছাড়াও পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর কার্যক্রম সমাজের সকল শ্রেণীর অসহায় মানুষ পর্যন্ত বিস্তৃত। গরিব অসহায় ছাত্রছাত্রীদের শিক্ষার সামগ্রী বিতরণ, সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, ঈদ পোষাক বিতরণ। শীত মৌসুমে শীত বস্ত বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা গাছ বিতরণ। অদম্য ব্লাড ব্যাংক কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, রক্তদাতা তৈরি ও রক্ত সংগ্রহ করে দেওয়া। বিভিন্ন দুর্যোগের সময় ত্রান সামগ্রী বিতরণ। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সচেতনতা মূলক ক্যাম্পিং ও জাতীয় দিবস গুলো উদযাপন সহ বিভিন্ন সমউপযোগী প্রোগ্রামের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পড়ালেখার মান উন্নয়নের পাশাপাশি তাদের কে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন।


(Goals, objectives and activities)

The Pothoshishu Kollyan Foundation is working in 11 sectors, just as it was divided into 11 sectors to make our country independent. We have focused on ensuring the education of disadvantaged street children.

Also the activities of Pothoshishu Kollyan Foundation are extended to the helpless people from all sections of the society. Distribution of educational materials to poor and helpless students, distribution of Iftar materials, Eid materials, Eid clothes among the disadvantaged. Distribution of winter material in winter season, tree planting program and distribution of saplings. Free blood group diagnosis, blood donation and blood collection by Indomitable Blood Bank. Distribute relief materials during various disasters. The Pothoshishu Kollyan Foundation is constantly working to improve the quality of education of the students as well as to make them ideal citizens through various programs including student reception, awareness camping and celebration of National Days.