হবিগঞ্জে অদম্য ব্লাড ব্যাংক কর্তৃক বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে ভীষণ আনন্দিত স্কুল শিক্ষার্থীরা।
স্কুলপর্যায় থেকে শিক্ষার্থীরা যেন তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে এবং রক্তদানের মানসিকতা গড়ে ওঠে সে প্রত্যায় নিয়ে আজ ১৯ সেপ্টেম্বর পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ শাখার উদ্যোগে মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের উপকারীতা সম্পর্কে অবহিত করণ ও স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের নিবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ নির্নয় করে। শিক্ষার্থীদের সতস্ফুর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনটি চলে প্রায় দুপুর ২ঃ৩০ টা পর্যন্ত। উক্ত ক্যাম্পেইন থেকে শতাধিক শিক্ষার্থী প্রাপ্ত বয়সী হয়ে স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহ প্রকাশ করেন।
এসময় দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন,
আমার রক্তের গ্রুপ জানা ছিল না। আজ নিজের স্কুল ক্যম্পাসে জানার সুযোগ পেলাম, তাও বিনা খরচে। অদম্য ব্লাড ব্যাংকের এই কর্মসূচি আমাদের খুব ভালো লেগেছে। ১৮ বছর বয়সের পর শরীর ঠিক থাকলে তখন সম্ভব হলে যে কোনও অসহায় রোগীকে রক্ত দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।
উক্ত ক্যাম্পেইন পরিচালনায় অংশ নেয় একদল দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ শাখার অদম্য স্বেচ্ছাসেবীরা। উক্ত ক্যাম্পিংয়ে সহযোগিতা করার জন্য মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।