আমাদের দেশী বা বিদেশী কোন ডোনার নেই। আমাদের সাথে সম্পৃক্ত অদম্য স্বেচ্ছাসেবীরা তাদের একদিনের টিফিনের টাকা প্রতিমাসে ৫০ টাকা সংগঠনে স্বেচ্ছায় দিয়ে থাকেন এবং আমাদের বিভিন্ন শাখার উপদেষ্টারা বিভিন্ন ইভেন্টে সহযোগিতা করে থাকেন। সদস্য ও উপদেষ্টাদের সহযোগিতা নিয়ে আমরা সংগঠন এবং অদম্য স্কুলগুলো পরিচালনা করে থাকি।
Source of organization management money:
We do not have any local or foreign donors. The Odommo volunteers associated with us voluntarily donate their one-day tiffin money to the organization for 50 taka ($0.60) per month and our advisors from different branches cooperate in various events. We run organizations and Odommo schools with the help of members and advisors.