About Us

সংগঠনের নামঃ পথশিশু কল্যাণ ফাউন্ডেশন
স্লোগানঃ “নিঃস্বার্থে সেবা করি, পথশিশু মূক্ত অদম্য বাংলাদেশ গড়ি”
প্রতিষ্ঠাতাঃ নাজমুল হাসান রাসেল
প্রতিষ্ঠার সালঃ ২৭-০৪-২০১৭ইং

সংগঠনের সূচনাঃ
সময়টা ছিল ২০১৭ সালের ২৭ এপ্রিল নাজমুল হাসান রাসেল এর জন্মদিন। সেদিন নাজমুল বন্ধুদের সাথে কোন পার্টি না করে ছুটে এসেছিলেন কুমিল্লা রেলওয়ে স্টেশনে। সুবিধাবঞ্চিত শিশুদের একসাথে জড়ো করে তাদের সাথে কেক কেটে খাবার বিতরণ করেন। তারপর থেকে মাঝে মাঝে টিফিনের টাকা জমিয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশনে খাবার নিয়ে ছুটে আসতেন সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল। পথশিশুদের সাথে খেলাধুলা গল্প করে মুগ্ধতায় সময় পার করতেন, তার খুব ভালো লাগতো। আর তখনই তার নজরে আসে পথশিশুরা শিক্ষার অভাবে প্রতারিত হচ্ছে তার চিত্রটি। ভেতরটায় নাড়া খান তরুণ স্বেচ্ছাসেবী নাজমুলের। তার বুঝতে সময় লাগেনি এই শিশুরা বর্ণমালা থেকে অনেক দূরে। নিরক্ষরতার অন্ধকার জগত তাদের সামনে হাতছানি দিচ্ছে। তখনই মনে মনে স্থির করে নেন এই শিশুদের জন্য কিছু করতে হবে। ভাবনাটাকে তখনই কাজে লাগাতে পথে নামেন তিনি, প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন।

স্বেচ্ছাসেবী নাজমুল বলেন, অর্থবিত্ত কত মানুষই আছে তাদের কজনই বা সমাজের কল্যাণ মুখী কাজ করে থাকেন। কত রাত শুধুই শিশুদের জন্য কিছু করার ভাবনা জেগে জেগে কেটে গেছে আমার।

ভাবনায় আর সময় নষ্ট করতে চাইলেন না তিনি। কাঁধে ব্যাগ ঝুলিয়ে পথে নামলেন। প্রতি বৃহস্পতিবার তার কলেজের ক্লাস শেষ করে আদর্শলিপি কিনতেন এবং শুক্রবার কলেজ বন্ধের দিনে বিভিন্ন রেলওয়ে স্টেশন ও বস্তিতে গিয়ে শিশুদের মধ্যে আদর্শ লিপি ও খাবার বিতরণ করতেন। সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রাসেল এই কার্যক্রম গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে তার কার্যক্রম গুলো তরুণ সমাজকে বেশ প্রভাবিত করে। প্রতিদিনই কেউ না কেউ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার কাজ করতে আগ্রহ প্রকাশ করতো। শুরুতে একাই কাজ করে যাওয়ার মনস্থির করলেও পরে আস্তে আস্তে যখন প্রতিদিনই সদস্য হওয়ার জন্য কেউ যোগাযোগ করতো তখন তিনি ভাবলেন সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। এরপর থেকে যারাই স্বেচ্ছাসেবী হওয়ার ইচ্ছে পোষণ করতো তাদেরকেই সংগঠনে যুক্ত করে নিতেন।

তার কিছুদিন পর রমজান চলকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রকম স্ট্যাটাস দেয় সংগঠনের উদ্যোগতা নাজমুল। কিছু স্বেচ্ছাসেবী ভাই-বোনদের সাড়া মিলে মানবতার। স্বেচ্ছাসেবী ভাই-বোনদের আর্থিক সহযোগিতা ও শ্রমকে একত্রে কাজে লাগিয়ে রমজান মাসে ১০০ জনের সাথে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ইফতার বিতরণ ও ১৫০ জনকে ঈদ বস্ত্র বিতরণের মধ্য দিয়ে সংগঠনের পুরোপুরি কার্যক্রম শুরু হয়।

অদম্য স্বেচ্ছাসেবী নাজমুল জানান, বই ও খাবার বিতরণ করতে গিয়ে মনে হলো শিশুদের কোথাও ঝড়ো করে বর্ণমালার সাথে পরিচিত করানো দরকার। সংগঠনের সদস্যদের সহযোগিতা নিয়ে কুমিল্লা রেইসকোর্স রেললাইনের পাশে অদম্য স্কুল নামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খোলা আকাশের নিচে পাঠশালা গড়ে তোলেন। নিজেই শিশুদের অক্ষর এর সাথে পরিচিত করাতে নামেন শিক্ষকের ভুমিকায়। এতে সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন। কিন্তু নিয়মিত তার বাসা থেকে গিয়ে পাঠদান করাতে যাতায়াত খরচ আসে তো তা দিয়ে কুলিয়ে উঠতে প্রতিনিয়ত হিমশিম খেতো নাজমুল। বাসা থেকে দেওয়া টিফিনের অর্ধেক টাকা না খেয়ে জমিয়ে রাখতেন সংগঠনের জন্য।

অদম্য স্বেচ্ছাসেবী নাজমুল বলেন, সুবিধা প্রাপ্ত শিশুদের অভিভাবকরা তিন বছর বয়সেই তাদের সন্তানদের হাতে নতুন বই তুলে দেন। উন্নত স্কুলে ভর্তি করেন, গৃহশিক্ষক রেখে পড়ান। কিন্তু এই সুবিধা বঞ্চিত পথশিশুরা তার কোন কিছুই পায় না। আমার লক্ষ্য হচ্ছে এসকল শিশুদের কাছে পৌঁছানো। মাইলের পর মাইল পায়ে হেঁটে, গাড়িতে করে সুবিধা বঞ্চিত পথশিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তবে আমার তো এতো সামর্থ নেই যদি মাননীয় প্রধানমন্ত্রী, সরকার বা কোন প্রতিষ্ঠান যদি আমাদের অদম্য স্কুল গুলো পরিচালনায় সহযোগিতা করে তবেই আমার চেষ্টা, শ্রম ও পথচলা সফল হবে বলে মনে করি।
সাড়া দেশে অদম্য স্কুল, অদম্য শিশু স্বাস্থ্য ও পূর্নবাসন কেন্দ্র গড়ে তোলা দীর্ঘ দিনের স্বপ্ন আমার।


সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রমঃ
পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ১১টি সেক্টরে কাজ করে যাচ্ছে, যেমন করে ১১টি সেক্টরে ভাগ হয়ে আমাদের দেশ কে স্বাধীন করার জন্য কাজ করা হয়েছিলো। আমরা মূল ফোকাস দিয়েছি সুবিধা বঞ্চিত পথশিশুদের শিক্ষা নিশ্চিত করতে।

এছাড়াও পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর কার্যক্রম সমাজের সকল শ্রেণীর অসহায় মানুষ পর্যন্ত বিস্তৃত। গরিব অসহায় ছাত্রছাত্রীদের শিক্ষার সামগ্রী বিতরণ, সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, ঈদ পোষাক বিতরণ। শীত মৌসুমে শীত বস্ত বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা গাছ বিতরণ। অদম্য ব্লাড ব্যাংক কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, রক্তদাতা তৈরি ও রক্ত সংগ্রহ করে দেওয়া। বিভিন্ন দুর্যোগের সময় ত্রান সামগ্রী বিতরণ। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সচেতনতা মূলক ক্যাম্পিং ও জাতীয় দিবস গুলো উদযাপন সহ বিভিন্ন সমউপযোগী প্রোগ্রামের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পড়ালেখার মান উন্নয়নের পাশাপাশি তাদের কে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন।

সংগঠনের শাখা ও সদস্য সংখ্যাঃ
এখন পর্যন্ত পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর ৪৯টি জেলায় ৭২ টি শাখা নিয়ে কার্যক্রম চলছে। বিভিন্ন জেলা-উপজেলা মিলিয়ে এখন সংগঠনের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীর সংখ্যা ৮৬০০ এর অধিক।

আমাদের প্রজেক্ট সমূহঃ
১। অদম্য স্কুল
২। অদম্য ব্লাড ব্যাংক
৩। দুই টাকায় শিক্ষা উপকরণ
৪। হাসির খাবার
৫। অদম্য স্বাবলম্বী

সংগঠনের ১৬টি অদম্য স্কুলঃ
আমাদের ৮টি জেলায় ১৬টি অদম্য স্কুল, যেখানে নিয়মিত পড়াশোনা করছেন ১১৩৪ জন সুবিধা বঞ্চিত পথশিশু।

#অদম্য স্কুল -০১
স্থানঃ রেইসকোর্স রেল লাইন, কুমিল্লা।
#অদম্য স্কুল-০২
স্থানঃ শাসগাছা রেলওয়ে কলনী, কুমিল্লা।
#অদম্য স্কুল-০৩
স্থানঃ পুরাতন রেল স্টেশন, সিলেট।
#অদম্য স্কুল-০৪
স্থানঃ অক্সিজেন, চট্টগ্রাম।
#অদম্য স্কুল-৫
স্থানঃ টেকনাফ, কক্সবাজার।
#অদম্য স্কুল-০৬
স্থানঃ তেঘরিয়া, চান্দিনা।
#অদম্য স্কুল-০৭
স্থানঃ ছাতিপট্টি, কুমিল্লা।
#অদম্য স্কুল-০৮
স্থানঃ কক্সবাজার সদর।
#অদম্য স্কুল-০৯
স্থানঃ মিরপুর-০২, ঢাকা।
#অদম্য স্কুল-১০
স্থানঃ শ্রীপুর, সুয়াগাজী, কুমিল্লা।
#অদম্য স্কুল-১১
স্থানঃ দেওয়ান হাট, চট্টগ্রাম।
#অদম্য স্কুল-১২
স্থানঃ ভিটাডুবি, নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
#অদম্য স্কুল-১৩
স্থানঃ ফরিদগঞ্জ, চাঁদপুর।
#অদম্য স্কুল-১৪
স্থানঃ খিলগাঁও রেল লাইন, ঢাকা।
#অদম্য স্কুল-১৫
স্থানঃ বিপিন পার্ক, ময়মনসিংহ
#অদম্য স্কুল-১৬
স্থানঃ ত্রিশাল, ময়মনসিংহ

সংগঠন পরিচালনার অর্থের উৎসঃ
আমাদের দেশী বা বিদেশী কোন ডোনার নেই। আমাদের সাথে সম্পৃক্ত অদম্য স্বেচ্ছাসেবীরা তাদের একদিনের টিফিনের টাকা প্রতিমাসে ৫০ টাকা সংগঠনে স্বেচ্ছায় দিয়ে থাকেন এবং আমাদের বিভিন্ন শাখার উপদেষ্টারা বিভিন্ন ইভেন্টে সহযোগিতা করে থাকেন। সদস্য ও উপদেষ্টাদের সহযোগিতা নিয়ে আমরা সংগঠন এবং অদম্য স্কুলগুলো পরিচালনা করে থাকি।

আগামীর পরিকল্পনাঃ
আমাদের আগামীর লক্ষ্য হচ্ছে বাংলাদেশর বিভিন্ন জেলায় বড় বড় রেলওয়ে স্টেশন যেখানে পথশিশু রয়েছে, বিভিন্ন বস্তিতে বসবাস করা যে সকল শিশু পড়াশোনা সাথে সম্পৃক্ত নেই সে সকল যায়গা গুলো চিহৃত করে অদম্য স্কুল গড়ে তোলা। আমাদের আরেকটি বড় লক্ষ রয়েছে স্থায়ী ভাবে অদম্য স্কুল গড়ে তোলা এবং ১টি অদম্য শিশু স্বাস্থ্য ও পূর্ণবাসন কেন্দ্র গড়ে তোলা।

আমাদের সাথে যোগাযোগের মাধ্যমঃ

ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/pothoshishuKollyanFoundation/

ফেইসবুক আইডিঃ
https://www.facebook.com/profile.php?id=100022239586662

ফেইসবুক গ্রুপঃ
https://www.facebook.com/groups/Nhrasel.nh/

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন
(একটি অলাভজনক, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন)
প্রধান কার্যালয়ঃ কুমিল্লা।
মোবাইলঃ ০১৮৫৯০৪০৬৭৩