দুই টাকায় শিক্ষা উপকরণ
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। কিন্তু কার্যকর ভুমিকার অভাবে দারিদ্র্যতার কারণে অকালে ঝড়ে পড়তে হয়
অনেক মেধাবী শিক্ষার্থীদের জীবনমান। পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যোগাড় করা তাদেও দুরূহ ব্যাপার। পরিবার থেকে না পায় যথেষ্ট সুযোগ সুবিধা। যার কারণে দরুণ মেধাবী হওয়া সত্ত্বেও অকালে ঝড়ে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে। তাই বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে অসহায় মেধাবী শিক্ষার্থীদেও অনুসন্ধান করে প্রয়োজনীয় চাহিদা পূরণের লক্ষে দুুুই টাকায় পুুুুরো মাসের শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন।